TeraCopy দিয়ে ফাইল দ্রুত কপি করুন

প্রতিদিনই প্রায় আমরা কম্পিউটারের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে প্রয়োজনীয় ফাইল কপি করে থাকি। অনেক সময় অনেক বড় বড় ফাইল যেমন ৪/৫ জিবি বা তারও বেশি, কপি হতে অনেক সময় নেয়। সে ক্ষেত্রে আমাদের অনেক বিরক্ত লাগে। যখন কপি কমান্ড দেয়া হয় কপি করার জন্য ফাইলগুলোকে খুজঁতে থাকে তাই সময় বেশি লাগে। তবে Teracopy সফটওয়্যারটি ব্যবহার করে স্বাভাবিক অবস্থার থেকে দুই বা তিনগুণ বেশি গতিতে ফাইল কপি করা যায়। এতে কপি কমান্ড দিলে খুব দ্রুত ফাইল খুজেঁ বের করে এবং কপি করে সময় অনেক কম লাগে। তাই Teracopy বর্তমানে খুব জনপ্রিয় একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। আজই আপনার কম্পিউটারে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।
TeraCopy ডাউনলোড করতে ক্লিক করুন: Download
ডাউনলোড করে ইন্সটল করুন। আপনার কম্পিউটারের কপি করার গতি বাড়ান।
-
- rishad's blog
- Log in to post comments
- 5333 reads