ড্রাইভার বুস্টার দিয়ে কম্পিউটারের হারিয়ে যাওয়া ড্রাইভার গুলোকে উদ্ধার করুন

আপনার কম্পিউটারের মাদারবোর্ডের ড্রাইভার হারিয়ে ফেলেছেন। এখন কিভাবে ড্রাইভার ইন্সটল করবেন উপায় খুঁজে পাচ্ছেন না। কোন চিন্তা নেই হারিয়ে যাওয়া ড্রাইভার পুনরুদ্ধার করে দিবে ড্রাইভার বুস্টার। আবার পুরাতন ড্রাইভার কম্পিউটারের পারফরমেন্স কমিয়ে ফেলে। কখনও কখনও সিস্টেম ক্রাশেরও অন্যতম কারন ড্রাইভার জনিত সমস্যা। তাছাড়া ড্রাইভারের উপর নির্ভর করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার গুলোর পারফরমেন্স।
কম্পিউটার কেনার সময় মাদারবোর্ডের সাথে সাধারনত যে ডিস্ক দেয়া হয় অনেকে সেটি হারিয়ে ফেলেন। নতুন নতুন অপারেটিং সিস্টেম আসছে । এর সাথে নতুন নতুন ফিচার যুক্ত হয়। ড্রাইভার বুস্টার এমন একটি সফটওয়্যার যেটা কম্পিউটারে ইন্সটল করে ইন্টারনেট কানেকশন সংযোগের মাধ্যমে সব প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল ও আপডেট করে নেয়া যায়। ড্রাইভার ইনস্টল, আপডেট, ব্যাকআপ সহ নানারকম ফিচার রয়েছে এই ড্রাইভার বুস্টার সফটওয়্যারটিতে। ইন্সটল করার পর সফটওয়্যারটি চালু করলেই আপনার কম্পিউটারে কি কি ড্রাইভার সফটওয়্যার ইন্সটল ও আপডেট করার দরকার সেটার একটি তালিকা চলে আসে। শুধু এক ক্লিকেই ইন্সটল করা যায়।
ড্রাইভার বুস্টারের ওয়েব সাইট থেকে ফ্রিতে ড্রাইভার বুস্টার ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। সুবিধার জন্যে নিচে লিঙ্কটি দেয়া হলো।
ডাউনলোড: Driver Booster
-
- dangerhira's blog
- Log in to post comments
- 5458 reads