মাইক্রোসফট এক্সেল শিটকে প্রিন্ট উপযোগী করুন সহজে (MS Excel sheet printable view)

(Microsoft Excel 2003, 2007, 2010 ও 2013 জন্যে প্রযোজ্য) মাইক্রোসফট এক্সেল শিটে কাজ করি না এটা ভাবাই যায় না। তবে কাজ করতে যেয়ে আমারা প্রায় একটি বিড়ম্বনায় পড়ে থাকি যেটা হলো ডাটা এন্ট্রি শেষ বা পেজের সব কাজ শেষ কিন্তু প্রিন্ট ঠিকভাবে করতে পারছি না। যদিও প্রিন্ট করছি সেটা পুরো পেজটা হচ্ছে না বা আংশিক হচ্ছে। সে সমস্যা থেকে সমাধানের জন্যে যেটা করতে হবে সেটা হলো প্রিন্ট ভিউ ও পেজ সেট আপ । প্রথমে এক্সেলের মেনু থেকে ভিউ মেনুতে ক্লিক করুন, তারপর পেজ ব্রেক ভিউতে ক্লিক করুন। এখন পেজটির প্রিন্ট মার্জিনটি দেখা যাবে। আপনি প্রতি পেজে কি কি ডটিা চান মার্জিন টেনে টেনে ঠিক করুন। শেষে অবশ্যই সেভ করতে ভুলবেন না।পুরো কাজটি সঠিকভাবে শেখার জন্যে আমার ভিডিও টিউটরিয়ালটি দেখুন। আশা করি আপনারা খুব সুন্দুরভাবে পেজ সেট আপ করে প্রিন্ট করার উপযোগী করে তুলতে পারবেন।
-
- dangerhira's blog
- Log in to post comments
- 10267 reads