কিভাবে Windows 10 এর অটো আপডেট অফ করবেন

Windows10 হলো বর্তমানে সময়ের মাইক্রোসফটের সব থেকে আধুনিক অপারেটিং সিস্টেম। এতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে । তবে এটার সব থেকে বিরক্তিকর ফিচার হলো অটো আপডেট। যখনই কম্পিউটার চালু করা হয় আর যদি ইন্টারনেট কানেকশান থাকে, উইন্ডোজকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে থাকে। আমরা যারা সিমিত ব্যান্ডউইথের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে থাকি, আনলিমিটেড ইন্টানেটের সুবিধা নেই। আর যদি উইন্ডোজ জোরপূর্বক নিজেকে আপডেট করে নিয়ে আপনার ব্যান্ডউইথ নষ্ট করে, তাহলে আপনি এটাকে অবশ্যই খুব অপছন্দ করবেন। আজ আমি Windows10 এ কিভাবে অটো আপডেট বন্ধ করা যায় সেটা নিয়ে আলোচনা করবে।
প্রথমে সার্চে ক্লিক করুন, আর সার্চ আইকনটি ঠিক স্টাট মেনুর ডান পাশে আছে।
এখন সার্চ অপশনে Services টাইপ করুন । ফলাফল হিসেবে নিচের উইন্ডোটির মতো উইন্ডো দেখতে পাবেন। উপরে Services (Desktop app) এ ক্লিক করুন।
তারপর Services এর একটি উইন্ডো আসবে ঠিক নিচের চিত্রের মতো। স্ক্রল করে নিচে নামুন Windows update অপশনটি খুঁজে বের করে ডাবল ক্লিক করুন।
এখন আরেকটি Windows update properties (Local Computer) নামে পপ আপ উইন্ডো আসবে নিচের চিত্রের মতো। উইন্ডোটির মধ্যে Start Type এর মধ্যে চারটি অপশন- Automatic (Delayed Start), Automatic, Manual ও Disable আছে। এক Disable নির্বাচন করে Apply বাটনে ক্লিক করুন। তারপর Ok বাটনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল। এখন আর Windows10 অটো আপডেট হবে না।
-
- dangerhira's blog
- Log in to post comments
- 3325 reads