Microsoft Windows 10 কে এক্টিভেট করুন সহজেই
dangerhira
- Wed, 01/13/2016 - 17:16

Microsoft Windows 10 অপারেটিং সিস্টেম সহজে ওপারেট করা যায়। Windows অপারেটিং সিস্টেমের 7 মতোই অসংখ্যা ফিচার আছে। এটা খুব দ্রুত স্টার্ট হয়। এতে বিল্টইন নিরাপত্তা ব্যাবস্থা আছে, আলাদা করে এন্টিভাইরাসের প্রয়োজন হয় না। প্রয়োজনীয় সব সফটয়্যার ইন্সটল করাই থাকে। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। তাহলে আর দেরি কেন? আজই আপনার কম্পিউটারে Windows 10 ইন্সটল করুন।
Windows 10 ইন্সটল করার জন্যে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় কনফিগারেশন :
আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ক্ষমতা সম্পন্ন হতে হবে।
RAM: 1 GB for 32-bit (x86) অথবা 2 GB for 64-bit (x64)
Processor: 1 GHz (gigahertz)
Graphics Card: DirectX 9 অথবা later with WDDM 1.0 driver
Hard Disk Space: 16 GB for 32-bit OS অথবা 20 GB for 64-bit OS
Display Screen Resolution: কমপক্ষে 1024x600 হতে হবে।
প্রথমে আমাদের যেটা করা দরকার সেটা হলো, যে্ উইন্ডোজটা আমরা ইন্সটল করেছি সেটা লাইসেন্স ভার্সন কিনা যদি লাইসেন্স না থেকে থাকে লাইসেন্স কি দিয়ে এ্যাকটিভেট করা। যদি লাইসেন্স কি না থাকে আরেকটি বিকল্প উপায়ও আছে। সে হলো Windows 10 Crack দিয়ে এ্যাকটিভেট করে নেয়া। নিচের লিঙ্ক থেকে Download Win 10 Crack টি ডাউনলোড করুন। এটি Windows 10 এর যেকোন ভার্সনে কাজ করবে।
আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ক্ষমতা সম্পন্ন হতে হবে।
RAM: 1 GB for 32-bit (x86) অথবা 2 GB for 64-bit (x64)
Processor: 1 GHz (gigahertz)
Graphics Card: DirectX 9 অথবা later with WDDM 1.0 driver
Hard Disk Space: 16 GB for 32-bit OS অথবা 20 GB for 64-bit OS
Display Screen Resolution: কমপক্ষে 1024x600 হতে হবে।
প্রথমে আমাদের যেটা করা দরকার সেটা হলো, যে্ উইন্ডোজটা আমরা ইন্সটল করেছি সেটা লাইসেন্স ভার্সন কিনা যদি লাইসেন্স না থেকে থাকে লাইসেন্স কি দিয়ে এ্যাকটিভেট করা। যদি লাইসেন্স কি না থাকে আরেকটি বিকল্প উপায়ও আছে। সে হলো Windows 10 Crack দিয়ে এ্যাকটিভেট করে নেয়া। নিচের লিঙ্ক থেকে Download Win 10 Crack টি ডাউনলোড করুন। এটি Windows 10 এর যেকোন ভার্সনে কাজ করবে।
কিভাবে Windows 10 এক্টিভেট করবেন:
প্রথমে সব প্রোগ্রাম বন্ধ করুন। তারপর এন্টিভাইরাসকে ডিএক্টিভেট করুন। ডাউনলোড করা ফাইল থেকে KmsPico ক্লিক করুন। তারপর স্বয়ক্রিয়ভাবে KmsPico চালু হবে। Red Button ক্লিক করুন এবং অপেক্ষা করুন তারপর উইনডোটি এক্টিভেট হয়ে যাবে।
DOWNLOAD WIN 10 CRACKS
Download Link: Windows 10 KmsPico Activator crack
Download Link: Keys (optional)
Download Link: Windows 10 KmsPico Activator crack
Download Link: Keys (optional)
-
- dangerhira's blog
- Log in to post comments
- 1753 reads