Wondershare একটি নির্ভরযোগ্য Data Recovery সফটওয়্যার

Wondershare Data Recovery বর্তমান সময়ের খুব জনপ্রিয় ও নির্ভরযোগ্য ডাটা রিকোভারি সফটওয়্যার। এটা দ্বারা কম্পিউটারের হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, মেমরি কার্ড, স্মার্টফোন ও ক্যামেরার মেমরি থেকে খুব সহজে মুছে যাওয়া তথ্যকে উদ্ধার করা যায়। এটাতে ফাইল টাইপ অনুযায়ী সুবিধামতো সার্চ করা যায়। এতে তথ্য উদ্বার করার দুইটি অপশন রয়েছে এক ডাটা রিকোভারি, দুই ফটো রিকোভারি। এটি যেকোন ধরণের ডাটা স্টোরেজ থেকে ৫৫০ ধরনের ফাইল টাইপ যেমন ডকুমেন্ট, ফটো, ইমেইল, ভিডিও ইত্যাদি ফাইল উদ্বার করতে পারে। এছাড়াও Wondershare Photo Recover বিশেষভাবে ফটো, অডিও ও ভিডিও ফাইল উদ্ধার করার জন্য সফটওয়্যারটি তৈরি করেছে। এই সফটওয়্যারটি উইন্ডোজ ও ম্যাক দুটোতেই সাপোর্ট করে।
কিভাবে মুছে যাওয়া তথ্য Wondershare Data Recovery দ্বারা উদ্ধার করবেন:
Wondershare Data Recovery সফটওয়্যারটি কম্পিউটারে ইন্সটল করা থাকলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১. প্রথমে ফাইল টাইপ নির্বাচন করুন। নিচের চিত্রের মতো একটি উইন্ডো আসবে।
২. রিসাইকেল বিন নির্বাচন করুন
৩. রিসাইকেল বিন থেকে মুছে যাওয়া ফাইল থেকে উদ্ধার করুন। যখন আপনার স্ক্যান করা শেষে হবে ফলাফলে ফাইল টাইপ অনুযায়ী দেখতে পারবেন। যে যে ফাইলগুলো দরকার সিলেক্ট করে উদ্ধার করতে পারবেন।
এরপরও যদি আপনি আপানার কাঙ্খিত ফাইল গুলো খুঁজে না পান। তাহলে ডিপ স্ক্যান বা অন্য রিকোভারি মুড ফাইল উদ্ধারের জন্যে আবার স্ক্যান চালিয়ে দিতে পারেন।
পরিশেষে বলতে পারি যে, এটা অন্যতম সেরা Data Recovery সফটওয়্যার।
এই লিঙ্ক থেকে Wondershare ডাউনলোড করে নিতে পারেন।
-
- dangerhira's blog
- Log in to post comments
- 2748 reads