গেম খেলার জন্য কম্পিউটারের গতি বাড়াবেন কিভাবে ?
dangerhira
- Tue, 09/20/2016 - 15:52

কম্পিউটার গেম বর্তমানে চমৎকার একটি বিনোদন মাধ্যম। গেম খেলার অভিজ্ঞতা সব সময় যে খুব আনন্দের তা নয় যদি না আপনার কম্পিউটারের গতি ভাল না হয়। লক্ষ লক্ষ ইউজার সারা বিশ্বে প্রতিনিয়ত গেম কিনছেন। যে গেমগুলো চালু করতে অনেক লোড নেয়। আজ আমি দেখাবে গেম খেলার আগে কিভাবে কম্পিউটারের গতি বাড়াবেন।
Razer Cortex Tool: এটি একটি গেমিং সফটওয়্যার। এটা দিয়ে গেম খেলার জন্যে আমরা কম্পিউটারের গতি বাড়াবো।
- প্রথমে Razer Cortex Tool এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন। ইন্সটল করা জন্যে শুধু Next ক্লিক করতে হবে।
- এখন সফটওয়্যারটি রান করুন। বুস্ট সেকসন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন, অনেক কিছু কাস্টমাইজ করা অপশন দেখতে পাবেন।
- এত কিছু কাস্টমাইজ করা ঝামেলা মনে হলে, অটোমেটিক বুস্ট চালু করুন। সব সেট আপ ঠিকঠাক হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করুন।
- এখানে আরও কিছু অপশন যেমন Diagnose এবং Fps অপশনও চালু করতে পারেন। যা আপনার গেমিংয়ের অভিজ্ঞতাকে পারিবর্তন করে দিবে।
ব্যস হয়ে হয়ে গেল। এখন আপনি আপনার পছন্দের গেম খেলতে পারেন নির্বিঘ্নে।
-
- dangerhira's blog
- Log in to post comments
- 7061 reads