ইউটিউব থেকে ভিডিও এক নিমেষে ডাউনলোড করুন কোন সফটওয়্যার ছাড়াই

ইউটিউবে ভিডিও আমরা প্রায় সবাই দেখি। অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে। কিছু সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারে ইন্সটল করে ডাউনলোড করা যায়। আমি আজ দেখাবে কোন সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। এই পদ্ধতিগুলো জানা থাকলে অনেক সময় বাঁচানো সম্ভব হয়। সফটওয়্যার ইন্সটল করার ঝামেলা থাকে না। চলুন শুরু করি তাহলে..
১. Savefrom.net থেকে:
এই পদ্ধতিতে যখন ইউটিউবে কোন ভিডিও প্লে করা হয়, তখন ইউটিউব এর লিংক এর শুরুতে ss বসিয়ে দিয়ে এন্টার দিতে হবে। যেমন- এটি একটি ইউটিউব লিঙ্ক https://www.youtube.com/watch?v=EBnhFNz84hU এখন লিঙ্কটির https://www পর ss বসাতে হবে https://www.ssyoutube.com/watch?v=EBnhFNz84hU এমন হবে। এন্টার চাপার পর লিঙ্কটি ডাউনলোড এর আরেকটি সাইট ওপেন হবে । সেখান থেকে কাঙ্খিত ফরমেটে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড শুরু হবে। মনে রাখবেন ss টাইপ করে এন্টার দেয়ার পর যদি কোন অপশন আসে Proceed Anyway তে ক্লিক করুন । আর যদি না আসে তাহলে তো কোন সমস্যাই নেই।
২. clipconverter.cc থেকে:
Clip Converter এটাতে ক্লিক করে এই সাইটটিতে প্রবেশ করুন। আপনার ব্রাউজার এর এড্রসবারে কাঙ্খিত ভিডিওটির লিংক কপি করুন । ওপেন করা সাইটটিতে কপি করা ভিডিও লিংকটি এখানে পেস্ট করে কাঙ্খিত ফরমেটে সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করুন। তারপর Start-এ ক্লিক করুন। এবার কাঙ্খিত ফরমেটে ভিডিও কনভার্ট হয়ে ডাউনলোড লিঙ্ক আসবে। সেটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ।
-
- dangerhira's blog
- Log in to post comments
- 4516 reads