dangerhira
- Thu, 07/21/2016 - 11:53
ফেসবুক বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ব্যবহার করেন না এমন কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। ফেসবুকে ফ্রেন্ডলীস্ট নিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। যেমন প্রথম প্রথম ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন অনেকেই বাঁছবিচার ছাড়া ফ্রেন্ডলীস্ট হাজার খানেকে নিয়ে গেছেন। দেখা যায় অনেক ফেইক ফ্রেন্ডও এর মধ্যে আছে। তবে আজ হয়ত বুজেতে পারচ্ছেন এটা ঠিক হয়নি। এত ফ্রেন্ডের চাপ আর সামলাতে পারচ্ছেন না। তাই চাপ কমাতে আজ হতে ফ্রেন্ডলীস্ট থেকে অনাকাঙ্খিত ফ্রেন্ডকে বাদ দিতে চাচ্ছেন। ফেস
rishad - Sun, 06/26/2016 - 12:20
Facebook এর একটি চমৎকার ফিচার ভিডিও স্ট্রিমিং। ফেসবুক ব্যবহারকারীরা কোন মাজাদর ঘটনার ভিডিও পাবলিশ করতে পারে তাদের বন্ধু ও অনুসরণকারীদের কাছে। ফেসবুকের হোম পেজ আসার সাথে সাথে অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ভিডিও প্লে হতে থাকে। যে ভিডিও আপনি দেখতে চান না সেটাও প্লে হচ্ছে। যেটা খুবই বিরক্তিকর। এই সমস্যা থেকে বাঁচতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।
dangerhira
- Mon, 06/20/2016 - 15:24
আজকাল ফেসবুক ব্যবহার করেন না এমন কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। যদি ফেসবুকের সব কার্য-কলাপ যেমন কেউ স্ট্যাটাস দিল, কমেন্ট করল, ট্যাগ করল বা কেউ মেসেজ দিল সবকিছু ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ইমেইল দিতে থাকে। এত বেশি বিরক্তিকর নোটিফিকেশন মেইল দিতে থাকে যে মেইল বক্স ভর্তি হয়ে যায়। এই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :