dangerhira
- Thu, 07/21/2016 - 16:02
আপনার কম্পিউটারের মাদারবোর্ডের ড্রাইভার হারিয়ে ফেলেছেন। এখন কিভাবে ড্রাইভার ইন্সটল করবেন উপায় খুঁজে পাচ্ছেন না। কোন চিন্তা নেই হারিয়ে যাওয়া ড্রাইভার পুনরুদ্ধার করে দিবে ড্রাইভার বুস্টার। আবার পুরাতন ড্রাইভার কম্পিউটারের পারফরমেন্স কমিয়ে ফেলে। কখনও কখনও সিস্টেম ক্রাশেরও অন্যতম কারন ড্রাইভার জনিত সমস্যা। তাছাড়া ড্রাইভারের উপর নির্ভর করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার গুলোর পারফরমেন্স।
dangerhira
- Mon, 06/20/2016 - 15:54
Delivery receipt হলো ইমেইলটি ঠিক ইমেইলে পৌছালো কিনা সেটার একটা নিশ্চিতকরন বার্তা যেটা ইমেইল সার্ভার থেকে আসে। Read receipt হলো ইমেইলটি ঠিক ইমেইলে পৌছানোর পর ইমেইল গ্রহণকারী ইমেইলটি পড়ল কিনা সেটার নিশ্চিতকরন বার্তা যেটা তার ইমেইল থেকে স্বয়ংক্রিয়ভাবে আসে।
dangerhira
- Mon, 06/20/2016 - 15:04
Microsoft Outlook এ প্রতিবার ইমেইল পাঠানোর সময় স্বয়ংক্রিয়ভাবে Signature কে সংযুক্ত করতে পারেন। এটাকে যদি আগে থেকে সেট আপ করে নেয়া থাকে। একবার টাইপ করে Signature এ আপনার নাম, ঠিকানা, কোম্পানি তথ্য ইত্যাদি যা আপনার প্রয়োজন সংযুক্ত করে রাখলে আর বার টাইপ করতে হয় না।
dangerhira
- Sat, 06/18/2016 - 17:24
Windows XP ইউজার পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে আমি যে উওরগুলো আজ বলব, যদি আপনার ভাগ্য ভাল থাকে যেকোন একটি কাজ করবে।
dangerhira
- Fri, 06/10/2016 - 12:23
আজ কাল সব কিছুই প্রায় অনলাইনে করতে হয়। যেমন ধরুন বিসিএস, দেশে-বিদেশে চাকুরির আবেদন, স্কুলে ভর্তি ইত্যাদি। তবে অনলাইনে ফরম পূরণ করতে আমােদর খুব একটা সমস্যা হয় না, কিন্তু যখন স্ক্যান করা Photo ও Singature কে নির্দিষ্ট পিক্সেলে নির্দিষ্ট সাইজে আপলোড করতে বলে তখন বিড়ম্বনায় পড়তে হয়। আমরা খুব সহজেই Photo ও Singature কে Microsoft Office Picture Manager দ্বারা যেকোন পিক্সেলে ও সাইজে এডিট করতে পারি । আমি আজ আপনাদের উদাহরণ হিসেবে দেখাবো বিস
dangerhira
- Mon, 01/11/2016 - 15:18
(Microsoft Excel 2003, 2007, 2010 ও 2013 জন্যে প্রযোজ্য) মাইক্রোসফট এক্সেল শিটে কাজ করি না এটা ভাবাই যায় না। তবে কাজ করতে যেয়ে আমারা প্রায় একটি বিড়ম্বনায় পড়ে থাকি যেটা হলো ডাটা এন্ট্রি শেষ বা পেজের সব কাজ শেষ কিন্তু প্রিন্ট ঠিকভাবে করতে পারছি না। যদিও প্রিন্ট করছি সেটা পুরো পেজটা হচ্ছে না বা আংশিক হচ্ছে। সে সমস্যা থেকে সমাধানের জন্যে যেটা করতে হবে সেটা হলো প্রিন্ট ভিউ ও পেজ সেট আপ ।